অবশেষে জিতলো শ্রীলঙ্কা

অবশেষে জিতলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে চাপের মুখে থাকলেও বছরের শেষটা ভালোভাবেই করেছেন লঙ্কান ক্রিকেটাররা। তিলকারত্নে দিলশান ও লাহিরু থিরিমান্নের দারুণ ব্যাটিংয়ের সুবাদে আট উইকেটের সহজ জয় দিয়ে সিরিজ জয়ের আশাও টিকিয়ে রেখেছে শ্রীলঙ্কা। ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

ধনুস্কা গুনাথিলাকাকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ৯৮ রান যোগ করে শুরুটা ভালোভাবেই করেছিলেন দিলশান। ৪৫ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলে ১৩তম ওভারে গুনাথিলাকা ফিরে যান ম্যাকক্লেগানের শিকার হয়ে। দ্বিতীয় উইকেটে ১১১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকখানিই এগিয়ে দেন দিলশান ও লাহিরু থিরিমান্নে। ৩৪তম ওভারে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েন দিলশান। ফিরে যান ৯২ বলে ৯১ রানের লড়াকু ইনিংস খেলে। এর পর অবশ্য আর কোনো উইকেট হারাতে হয়নি শ্রীলঙ্কাকে। ৮৭ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন থিরিমান্নে। ২৭ রান করে অপরাজিত ছিলেন দিনেশ চান্দিমাল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কেইন উইলিয়ামসনের ৫৯, টম লাথামের ৪২, মিচেল স্টান্টনারের ৩৮ রানের সুবাদে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭৬ রান জমা করেছিল নিউজিল্যান্ড।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই জয়ের পর ২-১ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা। ২ জানুয়ারি শুরু হবে সিরিজের চতুর্থ ম্যাচ।favicon

Sharing is caring!

Leave a Comment