সিরিজ জিতলো নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতেছে ৩৬ রানে। এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কিউইদের সিরিজ জয়ের ব্যবধান ৩-১।
টস হেরে ব্যাট করতে নেমে ১০৯ বলে ১০২ রানের দারুণ ইনিংস খেলে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন ওপেনার মার্টিন গাপটিল। এটা তাঁর দশম ওয়ানডে সেঞ্চুরি। কেন উইলিয়ামসন ও রস টেলরের দুটো চমৎকার ইনিংসও (দুজনই করেছেন ৬১ রান) স্বাগতিকদের পাঁচ উইকেটে ২৯৪ রানে পৌঁছে দিতে বড় অবদান রেখেছে।
জবাবে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে ৯৩ রানের জুটি গড়ে দলে স্বস্তি ফিরিয়ে এনেছিলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমাল। কিন্তু ৩০তম ওভারে ৫০ রান করে চান্দিমাল আউট হয়ে গেলে আবার চাপে পড়ে যায় সফরকারীরা। ম্যাথিউসের উপস্থিতি অবশ্য আশার আলো দেখাচ্ছিল শ্রীলঙ্কানদের। তবে তাঁর ১১৬ বলে ৯৫ রানের অধিনায়কোচিত ইনিংসও দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি। ৪৭.১ ওভারে ২৫৮ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস। দুর্দান্ত বোলিং করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেছেন ম্যাট হেনরি। ৪০ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই ডানহাতি পেসার।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। বৃষ্টিতে চতুর্থ ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় সিরিজে সমতা ফেরাতে শেষ ম্যাচ জিততেই হতো অতিথিদের।