প্রথম ম্যাচে জিতলো অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচে জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার অপরাজিত ১৭১ এবং বিরাট কোহলির ৯১ রানে ভর করে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৩১০ রানের লক্ষ্য বেঁধে দেয় ভারত। তবে অসি অধিনায়ক স্টিভেন স্মিথ ও জর্জ বেইলির ব্যাটিং দৃঢ়তায় পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পায় অস্ট্রেলিয়া।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার পার্থে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করেছে ভারত। সফরকারীদের ওই ইনিংসে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ওই সময়ে ১৬৩ বল খেলে ১৩টি চার ও ৭টি ছক্কায় ১৭১ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। ৯৭ বলে তার এই ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কার মার ছিল। বল হাতে অস্ট্রেলিয়ার জেমস ফকনার ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন জস হ্যাজলেউড।

চেনা কন্ডিশনে ৩১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় মাত্র ৯ রানের মাথায় সাজঘরে ফেরেন অ্যারন ফিঞ্চ। ব্যক্তিগত ৮ রান করে বারিন্দার বলে ক্যাচ হন তিনি। এরপর দলীয় ২১ রানের সময় তার বলেই বিরাট কোহলির হাতে ধরা পড়েন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার (৫)। দুই ওপেনারকে হারিয়ে অস্ট্রেলিয়াকে বিপর্যয় থেকে টেনে তুলেন স্টিভেন স্মিথ। তার দায়িত্বশীল ব্যাটিয়েই মূলত জয়ের বন্দরে পৌছে যায় অসিরা। ১৩৫ বলে মোকাবেলা করে ১১ চার ও ২ ছক্কায় ১৪৯ রানের গুরত্বপূর্ণ এক এক ইনিংস খেলেন তিনি। এছাড়া ১২০ বলে ১১২ রানের আরও একটি চমৎকার ইনিংস খেলেন জর্জ বেইলি। ৭টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি। শেষপর্যন্ত চার বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে কাঙ্খিত জয়ের বন্দরে পৌছে যায় অস্ট্রেলিয়া।

বল হাতে ভারতের হয়ে তিনটি উইকেট পান বারিন্দার স্রাণ। তাছাড়া ৩টি উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন। আর এই ম্যাচে জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। favicon5

Sharing is caring!

Leave a Comment