ছিটকে গেল ফকনার

ছিটকে গেল ফকনার

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ সাফল্যের পর নিউজিল্যান্ড জয় করার জন্য বর্তমানে সেখানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। কিন্তু কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ১৫৯ রানের বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে স্টিভেন স্মিথের দল।

সেই হারের সঙ্গে অস্ট্রেলিয়া দলে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে জেমস ফকনারে ইনজুরি। হ্যামিস্ট্রিংয়ে চোটের কারণে সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে এই অসি অলরাউন্ডারকে। ব্যাটে বলে দারুণ নৈপুণ্যের জন্য ফকনারকে অস্ট্রেলিয়া দলের গুরুত্বর্পূণ একজন খেলোয়াড় মনে করা হয়। নিউজিল্যান্ড সফরে তার মতো একজন গুরুত্বপূর্ণ তারকাকে হারিয়ে কিছুটা অস্বস্তিতে অসি শিবির।

ফকনারের ইনজুরি নিশ্চিত করে অস্ট্রেলিয়া দলের স্পোর্টস সাইন্স ম্যানেজার অ্যালেক্স কাউন্টোরিয়াস বলেন, ‘জেমসের হ্যামিস্ট্রিংয়ের চোট প্রথমে বল করার পর কিছুটা ধরা পড়ে। পরবর্তীতে ব্যাটিং করার সময় সেটি আর কঠিন রূপে দেখা যায়।’ অ্যালেক্স কাউন্টোরিয়াস আরো বলেন, ‘আমার বিশ্বাস হচ্ছে না যথাসময়ে ফিরে জেমস আবারও এই সিরিজে খেলতে পারবে। তাই পুর্নবাসন ও স্ক্যানিংয়ের জন্য আগামীকাল তাকে মেলবোর্নে যেতে হবে।’

অকল্যান্ডের এডেন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ৬৭ রানের খরচায় ২টি উইকেট পান ফকনার। তাছাড়া ব্যাট হাতে ৩৬ রান করেন অসি এই অলরাউন্ডার। favicon59

Sharing is caring!

Leave a Comment