ম্যাককালামের বিদায়ী ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড

ম্যাককালামের বিদায়ী ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক :ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটা জয় দিয়েই রাঙিয়ে রাখলেন ব্রেন্ডন ম্যাককালাম। ওয়ানডে ক্রিকেট থেকে অধিনায়কের বিদায়ী ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে নিউজিল্যান্ড।

সোমবার হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারিয়ে চ্যাপেল-হ্যাডলি ট্রফিটাও ঘরে রেখে দিল কিউইরা। ২-১-এ সিরিজ জিতে ২৬০ ওয়ানডে খেলে বিদায় নেওয়া ম্যাককালামকে সেরা উপহারটাই দিলেন উইলিয়ামসন-গাপটিলরা।

২০০৭ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জিতল নিউজিল্যান্ড। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের ৫৫ রানের জয়টাকে আপাত দৃষ্টিতে সহজ জয় মনে হতে পারে। কিন্তু বাস্তবে মোটেই তেমন ছিল না। আগে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১ উইকেটে ১২৩ রান তোলার পরও মাত্র ১৫ বলে শেষ ৫ উইকেট হারিয়ে ২৪৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া ১৮ ওভারে ২ উইকেটে ৯৪ রান তুলেছিল। তবে ১৯তম ওভারে অস্ট্রেলিয়া ৩ বলের মধ্যে ২ উইকেট হারানোর পরই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। স্বাগতিকদের বোলিং তোপে শেষ পর্যন্ত ৪৩ ওভার ৪ বলে ১৯১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। ম্যাককালাম তার বিদায়ী ম্যাচে ব্যাটিংয়ে নেমে মার্টিন গাপটিলের সঙ্গে দলকে ভালো সূচনাও দেন দেন। ৫৭ বলে ৮৪ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৪৭ রানে ফিরে যান ম্যাককালাম। তার ২৭ বলের ঝোড়ো ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার। এই ৩ ছক্কা দিয়ে ওয়ানডেতে ২০০ ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেন কিউই অধিনায়ক। favicon59

Sharing is caring!

Leave a Comment