সুপারটেনে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আফগানরা জিম্বাবুয়েকে হারিয়ে সুপারটেনে খেলা নিশ্চিত করেছে।
নাগপুরে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই। শাহজাদের ২৩ বলে ৪০, সেনওয়ারির ৩৭ বলে ৪৩ ও মোহাম্মদ নবীর ৩২ বলে অপরাজিত ৫২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। বল হাতে জিম্বাবুয়ের তিনাশে পানিয়াঙ্গারা ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাব দিতে নেমে জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি আফগান বোলারদের সামনে। ১৯ ওভার ৪ বলে ১২৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ৫৯ রানের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টেনে খেলার যোগ্যতা অর্জন করে আফগানিস্তান। ম্যাচেসেরা হন আফগানের মোহাম্মদ নবী।