বিদায়ের পথে বাংলাদেশ

বিদায়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ম্যাচেও হেরে গেল বাংলাদেশ ফুটবল দল। সাফ গেমসের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হোঁচটের পর শনিবার মালদ্বীপের কাছে ৩-১ গোলে হারল মামুনুলরা। এই হারে টুর্নামেন্ট থেকে অনেকটা বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

ভারতের কেরালার স্পোর্টস হাব ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে গোলের প্রথম সুযোগটা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু জাহিদের শট গোল পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর ম্যাচের ২৬ মিনিটে আবারো গোলের সুযোগ পান জাহিদ কিন্তু এবারো ব্যর্থ তিনি। প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেললেও ম্যাচের ৪১ মিনিটে মালদ্বীপের ইমাজ আহমেদের শট নিজেদের পেনাল্টি বক্সের ভেতরে ওয়ালি ফয়সালের হাতে লাগলে রেফারী পেনাল্টির বাঁশি বাজান। স্পট-কিক থেকে গোল করেন মালদ্বীপ স্ট্রাইকার আলী আশফাক।  ফলে প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মারুফুল হকের দল।

বিরতিতে থেকে ফিরে গোল শোধের নেশায় মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ। সফলতাও পায় তারা। ম্যাচের ৮৬ মিনিটে তপুর লম্বা পাস থেকে বল পেয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে বাংলাদেশকে সমতায় ফেরান হেমন্ত বিশ্বাস। ম্যাচের মাত্র কয়েক মিনিট বাকি, সবাই ধরেই নিয়েছিল ম্যাচটি হয়ত ১-১ গোলে ড্র হবে। কিন্তু ৯০ মিনিটে নাইজ হাসান সতীর্থের পাস ধরে দারুণ এক ফ্লিকে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে মালদ্বীপকে ২-১ গোলে এগিয়ে নেন। এরপর বাংলাদেশের জালে শেষ পেরেকটি মারেন মালদ্বীপের আহমেদ নাশিদ। ইনজুরি সময়ের একবারে শেষ মিনিটে গোল করেন তিনি। ফলে বাংলাদেশের ৩-১ গোলের হার নিশ্চিত হয়।

আগামী ২৮ ডিসেম্বর ভুটানের বিপক্ষে বি’গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।favicon5

Sharing is caring!

Leave a Comment