শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মামুনুলদের ভারতযাত্রা

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মামুনুলদের ভারতযাত্রা

স্পোর্টস ডেস্ক : এক যুগ ধরে শিরোপা না পাওয়ার কষ্টটা এবার ভুলে যেতে চান মামুনুল ইসলামরা। ভারতে অনুষ্ঠেয় সাফ-সুজুকি কাপের শিরোপা জয়ের স্বপ্ন বাংলার ফুটবলারদের। সে স্বপ্ন নিয়ে গতকাল (২০ ডিসেম্বর) দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল।
গ্রুপ পর্ব উতরানোটাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান এবং সাবেক চ্যাম্পিয়ন মালদ্বীপ। এই গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে টুর্নামেন্টের সেমিফাইনালে। সে কারণে গ্রুপেই বাংলাদেশকে কঠিন পরীক্ষায় পড়তে হবে। গ্রুপের বাকি দল ভুটানের সঙ্গে জয় ধরে নিলে বাংলাদেশকে চ্যালেঞ্জে ফেলতে পারে আফগানিস্তান ও নেপাল। ২৪ ডিসেম্বর কেরালায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা তাই মামুনুলদের জন্য অঘোষিত ফাইনাল। এ ম্যাচ জিতলেই শেষ চারে ওঠার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে ২০০৩ সালের চ্যাম্পিয়নদের।

দেশ ছাড়ার আগের দিন সংবাদ সম্মেলনে আফগান ম্যাচকে ফাইনাল বলে আখ্যায়িত করেন কোচ একেএম মারুফুল হক, ‘প্রথম ম্যাচে জয় মানে চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ শেষ।’ চ্যাম্পিয়ন হওয়ার সে কাজটি করাটা যে সহজ নয়, তা তো সহজেই বলা যায়। কারণ, প্রতিপক্ষ আফগানিস্তান শারীরিক শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে।

তাতে কী, একঝাঁক তরুণ আর স্বপ্নপিপাসু ফুটবলার যে আছে বাংলাদেশ দলে। তারুণ্যের জয়গান গেয়ে প্রস্তুতি ম্যাচে নেপালকে হারিয়েছে তারা। ১-০ গোলে জিতলেও বাংলাদেশের পারফরম্যান্সে ছিল আত্মবিশ্বাসের ছাপ। পুরো ম্যাচে দারুণ খেলেছিলেন মামুনুলরা। এবার কেরালায়ও সে জয়গান গাইতে চান হেমন্ত-জাহিদরা।

সাফে বাংলাদেশের খেলা
২৪ ডিসেম্বর বাংলাদেশ-আফগানিস্তান
২৬ ডিসেম্বর বাংলাদেশ-মালদ্বীপ
২৮ ডিসেম্বর বাংলাদেশ-ভুটানfavicon5

Sharing is caring!

Leave a Comment