ইমাজিন কাপের ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশ
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়া অংশের চূড়ান্ত পর্বে জিতে মাইক্রোসফট ইমাজিন কাপের ওয়ার্ল্ড ফাইনালে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুলাইয়ের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবে ওয়ার্ল্ড ফাইনালের আসর। বাংলাদেশের দল ‘টিম প্যারাসিটিকা’ ফিলিপিনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয় আঞ্চলিক অংশের ফাইনালে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে পিপলস চয়েজ ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে পুরস্কারও পেয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী তাদের উদ্ভাবিত ‘ফাস্টনোসিস’ মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে প্রতিযোগিতায় লড়াই করেছে। দক্ষিণ পূর্ব এশিয় অঞ্চলের ১০ দেশে এতে অংশ নেয়। প্যারাটিসিকার সদস্য তৌহিদুল ইসলাম, সৈয়দ নাকিব হোসেন এবং ফজলে রাব্বি র উদ্ভাবিত অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারী সহজেই পরজীবী রোগ যেমন-টিউবারকুলোসিস, ম্যালেরিয়া ইত্যাদি রোগের লক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ম্যানিলাতে ইমাজিন কাপ-২০১৭ এর দক্ষিণ-পূর্ব এশিয় আঞ্চলিক অংশের ফাইনালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।
সোনিয়া বশির কবির এক ফেইসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশ ম্যানিলায় একমাত্র দেশ যারা দুটি পুরস্কার জিতেছে। আর পিপলস চয়েজ ক্যাটাগরিতে ভোটের চাপে সার্বার ডাউন হয়ে যায় বলেও জানান তিনি।তিনি ভোট দিয়ে বাংলাদেশকে জেতানোয় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইতোমধ্যেই অনেকেই পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ওয়ার্ল্ড পর্বের ফাইনালেও উদ্যোগটি বিজয়ী হবে এমনটাই প্রত্যাশা করছেন।