ড্যাফোডিলের শিক্ষক পেলেন বেসিস আইসিটি পুরস্কার
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
বেসিস জাতীয় আইসিটি পুরস্কার ২০১৮-তে ইন্ডাস্ট্রিয়াল রিসোর্স, এনার্জি অ্যান্ড ইউটিলিটি ইউজিং বিভাগে প্রথম রানার আপ পুরস্কার অর্জন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক ও প্রাক্তন শিক্ষার্থী অমিত চক্রবর্তী ছোটন। গত ৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অমিত চক্রবর্তীর হাতে পুরস্কারটি তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাাফা জব্বার এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় অমিত চক্রবর্তী জানান, জাতীয় পর্যায়ের এ ধরনের একটি প্রতিযোগিতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। তিনি যে প্রকল্পের ধারনা উপস্থাপনের জন্য পুরস্কার পেয়েছেন তার নাম ‘ডুয়েল এক্সিস সোলার ট্র্যাকিং সিস্টেম : এ কম্প্রিহেনসিভ স্টাডি ফর বাংলাদেশ কনটেক্সট’। এই প্রকল্পটি অমিতের স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত প্রকল্প ছিল বলেও জানান তিনি। অমিত চক্রবর্তী বলেন, তাঁর এখন স্বপ্ন প্রকল্পটিকে বাস্তবে রূপদান করা এবং একটি স্টার্টআপ শুরু করা। সেই স্টার্টআপ প্রতিষ্ঠানে বাংলাদেশের অনেক তরুণ কাজ করবে বলে তিনি স্বপ্ন দেখেন।