আইফোনে লাইটেনিং কানেক্টর

আইফোনে লাইটেনিং কানেক্টর

প্রযুক্তি ডেস্ক: পরবর্তী আইফোনের মডেল হবে আইফোন-৭। নতুন মডেলের ফোনটি হবে আরো পাতলা। আইফোন কর্তৃপক্ষ জানিয়েছে এক মিলিমিটার পুরুত্ব কমে যাচ্ছে হ্যান্ডসেটটির। অবশ্য তার জন্য বাতিল হয়ে যাবে আইফোনের বর্তমান ব্যবহৃত ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাকটি।

পৃথিবীর প্রায় সব ফোন, ট্যাব ও ডেস্কটপে অডিও জ্যাক হিসেবে ৩ দশমিক ৫ মিলিমিটারের নির্দিষ্ট মাপ ব্যবহার করা হয়, যাতে হেডফোন বা স্পিকার ব্যবহারে কোনো অসুবিধা না হয়। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, আইফোন-৭- এ ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকবে না। প্রযুক্তিবিষয়ক জাপানি ওয়েবসাইট ম্যাক ওটাকারাও তাদের প্রতিবেদনে দাবি করেছে, ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও জ্যাকের বদলে আইফোন-৭ মডেলে থাকবে লাইটেনিং কানেক্টর, যা শুধু লাইটেনিং জ্যাক সমৃদ্ধ হেডফোনগুলোতেই কাজ করবে। favicon

Sharing is caring!

Leave a Comment