প্যানাসনিকের নতুন ফোন

প্যানাসনিকের নতুন ফোন

প্রযুক্তি ডেস্ক : জাপানের বিখ্যাত প্রযু্ক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক নতুন একটি ফোন বাজারে এনেছে। ফোনটির মডেল প্যানাসনিক ইলুগা মার্ক। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। প্যানাসনিক ইলুগা মার্ক ফোনটির ডিসপ্লে সাড়ে পাঁচ ইঞ্চির আইপিএস। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। ডুয়েল সিমের এই ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত।

এতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬১৫ ১.৫ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। র‌্যাম ২ জিবি। বিল্টইন মেমোরি আছে ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।  এটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।  ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিআরএস, জিপিএস, থিজি, ফোরজি, ওটিজি, মাইক্রোইউএসবি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।

এটি রয়েল গোল্ড এবং মেটালিক গ্রে কালারে পাওয়া যাচ্ছে। ভারতের বাজারে এর দাম ১১ হাজার ৯৯০ রুপি। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় যা দাঁড়ায় ১৪ হাজার ১৮ টাকা।favicon

Sharing is caring!

Leave a Comment