বাজারে জিওনির নতুন স্মার্টফোন

বাজারে জিওনির নতুন স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি কোম্পানি জিওনি এবার তারা বাজারে ছেড়েছে নতুন মডেলের স্মার্টফোন জিওনি পি৫ডব্লিউ। জিওনির ওয়েবসাইটে এই হ্যান্ডসেটের খবর প্রকাশ করা হলেও এর দাম সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। সংবাদ : এনডিটিভি

জিওনি পি৫ডব্লিউতে রয়েছে ডুয়েল সিম, ডুয়েল স্ট্যান্ডবাই। এটি চলবে অ্যানড্রয়েড ৫ দশমিক ১ ললিপপ ভার্সনে। রয়েছে ৭২০ x ১২৮০ পিক্সেলের  ৫ ইঞ্চি আইপিএস অনসেল ডিসপ্লে।

১ দশমিক ৫ গিগাহার্টজের অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৩৫ এসওসি প্রসেসরের সঙ্গে রয়েছে ১ জিবি র‌্যাম। আছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। চার্জ ধরে রাখবে ২০০০ এমএএইচ-এর ব্যাটারি। কানেক্টিভিটির জন্য আছে থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, জিপিএস এবং মাইক্রো ইউএসবি ২.০।

সাদা, নীল, লাল, হলুদ ও কালো রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। সেটটির অডিও সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে ডিটিএস থ্রিডি সারাউন্ড সাউন্ডটেক। আরো আছে ফেস আনলক সিস্টেম।favicon

Sharing is caring!

Leave a Comment