ফেসবুক মেসেঞ্জারে ‘ফটো ম্যাজিক’

ফেসবুক মেসেঞ্জারে ‘ফটো ম্যাজিক’

প্রযুক্তি ডেস্ক : কাছের মানুষের কাছে যেন সহজেই ছবি পাঠানো যায়, সে ব্যবস্থা করতে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার। ফেসবুক মেসেঞ্জারে যোগ করা হয়েছে নতুন একটি ফিচার, যার নাম ‘ফটো ম্যাজিক’।

এই ফিচারের সুবিধা হচ্ছে, আপনার সঙ্গে ছবিতে থাকা বন্ধুদের কাছে আলাদা করে ছবি পাঠাতে হবে না। মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা বন্ধুদের শনাক্ত করে তাঁদের কাছে ছবি পাঠিয়ে দেবে। ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে প্রোফাইলে থাকা বন্ধুদের নাম ও চেহারা মিলিয়ে তাঁদের শনাক্ত করবে ফেসবুক।  সংবাদ : এপি।

আগামী ২৪ ডিসেম্বর থেকে আইওএস এবং অ্যানড্রয়েড দুই অপারেটিং সিস্টেমেই মেসেঞ্জারে এই অপশন চালু হবে। এর জন্য ব্যবহারকারীদের মেসেঞ্জারটি আপডেট করে নিতে হবে। আপডেট করার মাধ্যমে ফটো ম্যাজিক ফিচারটি চালু হয়ে যাবে।

মেসেঞ্জারে ফটো ম্যাজিক চালু করা হলে ব্যবহারকারীর প্রোফাইলে থাকা ব্যক্তিদের জন্য আলাদা একটি মেসেজিং থ্রেড চালু করবে ফিচারটি। এর পর থেকে সেখানেই তাঁদের তোলা সব ছবি মেসেজ করে পাঠিয়ে দেওয়া হবে।favicon

Sharing is caring!

Leave a Comment