হোয়াটসঅ্যাপে ‘ভিডিও কলিং’ সুবিধা

হোয়াটসঅ্যাপে ‘ভিডিও কলিং’ সুবিধা

প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর জনপ্রিয় সব ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। গত সেপ্টেম্বরে বিশ্বজুড়ে এর ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ৯০ কোটি। তবে ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং অ্যাপে নেই ভিডিও কলের সুবিধা, যার জন্য স্কাইপ কিংবা হ্যাংআউটের মতো অ্যাপগুলো থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ।

তবে এবার সেই ব্যবধানও ঘুচবে বোধ হয়। জার্মানির একটি ওয়েবসাইট থেকে ফাঁস হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে, আইওএস চালিত একটি হ্যান্ডসেটে চলছে ভিডিও কলিং এবং আলামত দেখে নিশ্চিত হওয়া গেছে এটি হোয়াটসঅ্যাপ। ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন পর্যন্ত ভিডিও কলিংয়ের ব্যাপারটা শুধু নিজেদের মধ্যেই পরীক্ষামূলকভাবে চালিয়েছে এবং এর জন্য ব্যবহৃত হয়েছে আইওএস ভার্সন ২.১২.১৬.২। ডেভেলপার এবং বেটা ব্যবহারকারীরা এরই মধ্যে এই পরীক্ষা-নিরীক্ষায় অংশগ্রহণ করেছে।

তবে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ভিডিও কলের এই সুবিধার ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ব্যবহারকারীদের জন্য এটি হবে নতুন বছরের উপহার।

ভিডিও কলিং ছাড়াও আর একটি গুজব শোনা যাচ্ছে মাল্টি-ট্যাব ইউআইর ব্যাপারে। গুজবমতে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধার মাধ্যমে মূল চ্যাট লিস্টে প্রবেশ না করেই একটি কনভারসেশন থেকে আরেকটি কনভারসেশনে যেতে পারবে। তবে মাল্টি-ট্যাবের বিস্তারিত এখনো তেমন একটা মেলেনি।favicon5

Sharing is caring!

Leave a Comment