মাইক্রোসফটের নতুন অ্যাপ

মাইক্রোসফটের নতুন অ্যাপ

প্রযুক্তি ডেস্ক : বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ খুঁজে নিতে এবার মাইক্রোসফট এনেছে ‘মাইক্রোসফট অ্যাপ’ নামের একটি অ্যাপ। সংবাদ: বাফেলো।

এই অ্যপিটি তৈরি করা হয়েছে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য। ওয়ান ড্রাইভ, মাইক্রোসফট অফিস, বিং সার্চ কিংবা এক্সবক্স ওয়ান স্মার্টগ্লাসের মতো জনপ্রিয় কিছু অ্যাপ রয়েছে মাইক্রোসফটের। এসব বহুল পরিচিত অ্যাপের পাশাপাশি মাইক্রোসফটের তৈরি সব অ্যাপের খোঁজ জানাবে নতুন এই অ্যাপটি।

অ্যানড্রয়েডের অভিজ্ঞ ব্যবহারকারী হয়তো খুব সহজেই প্লেস্টোর থেকে তা র পছন্দের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন স্মার্টফোন কিংবা ট্যাবে। তবে অনেকে সঠিক অ্যাপটি খুঁজে নিতে বেশ সমস্যায় পড়েন। তাই সবার জন্যই ব্যবহারবান্ধব অ্যাপ নিয়ে হাজির হয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের থলিতে এখন নিজেদের ডেভেলপ করা অ্যাপ ছাড়াও রয়েছে বেশ কিছু নতুন অ্যাপ। ‘সানরাইজ’ কিংবা ‘ইকো লকস্ক্রিন’-এর মতো বেশ কিছু অ্যাপ কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে এই তালিকা যে আরো লম্বা হতে পারে।favicon5

Sharing is caring!

Leave a Comment