নতুন শ্লোগানে যাত্রা শুরু করলো টেলিটক

নতুন শ্লোগানে যাত্রা শুরু করলো টেলিটক

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ‘স্বপ্ন হাসিমুখের’ স্লোগান নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেড নতুনভাবে যাত্রা শুরু করেছে। টেলিটকের ‘নতুন লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং কার্যক্রম’-এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে টেলিটক অতীতের ব্যর্থতা ভুলে নতুন আঙ্গিকে ও নতুন কর্মপরিকল্পনা নিয়ে নিজের পায়ে দাঁড়াবে।’

তিনি আরো জানান, ‘১৮ লাখ গ্রাহক থ্রিজি ব্যবহার করছে। এ ছাড়া গ্রাম পর্যন্ত টেলিটকের নেটওয়ার্ক বিস্তৃত করার কথা জানান তিনি। তারানা হালিম বলেন, আমরা বর্তমান নিয়ে ভাবতে চাই, ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। প্রতিযোগিতামূলক বাজারে সবার সঙ্গে এগিয়ে যেতে চাই। মার্চে আমাদের অঙ্গীকার গ্রাহকের মুখে হাসি ফোটানো।

এ সময় তিনি টেলিটকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির কথাও জানান। favicon594

 

Sharing is caring!

Leave a Comment