নতুন অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা
- ক্যাম্পাস ডেস্ক
অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ন্যুগাটের পূর্ণ সংস্করণ ছাড়া হয়েছে ২২ আগস্ট। প্রথমে নেক্সাস স্মার্টফোনগুলোতে এই সুবিধ পাওয়া যাবে। অন্যান্য ফোনে ন্যুগাট পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণে নতুন সুবিধাগুলো একনজরে এখানে উল্লেখ করা হলো।
একাধিক উইন্ডো: একসঙ্গে খোলা যাবে একাধিক উইন্ডো। ফোনের পর্দায় পছন্দ অনুযায়ী ছোট-বড় করা যাবে উইন্ডোগুলোকে।
কমাবে ডেটা খরচ: অপ্রয়োজনীয় ডেটা খরচ কমাতে ন্যুগাটে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।
স্বল্প জায়গায় ইনস্টল: ন্যুগাটে আগের অ্যান্ড্রয়েডের তুলনায় ৭৫ শতাংশ দ্রুত অ্যাপ ইনস্টল হবে আর ৫০ শতাংশ জায়গা বাঁচাবে।
নোটিফিকেশন: নোটিফিকেশন প্যানেল থেকেই সরাসরি কাজ সারা যাবে, দেওয়া যাবে খুদে বার্তার উত্তর।
মেন্যু ক্লিনার: দীর্ঘ সময় অব্যবহৃত অ্যাপগুলো রিসেন্ট তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
কি-বোর্ড থিম: থাকছে ১৬টি নতুন নকশার কি-বোর্ড থিম।
ভার্চ্যুয়াল রিয়ালিটি: ন্যুগাটেই প্রথম ভার্চ্যুয়াল রিয়ালিটি সুবিধা যুক্ত করা হয়েছে।
সূত্র: অ্যান্ড্রয়েড ডটকম