তরুণেরাই দেশে গেম শিল্প গড়ে তুলবে

তরুণেরাই দেশে গেম শিল্প গড়ে তুলবে

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

‘অত্যাধুনিক প্রযুক্তির দেশ হিসেবে বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিত করিয়ে দিতে চাই। আমরা বিশ্বাস করি, তরুণদের হাত ধরেই আমরা সেই বাংলাদেশ পাব। আর এ জন্য সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে।’

গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘মোবাইল গেমের ধারণা উদ্ভাবন’ শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। এ সময় জনপ্রিয় স্মার্টফোন গেম অ্যাংরি বার্ডসের উদাহরণ টেনে তিনি বলেন, কোথায় গেম তৈরি হয়েছে তা কোনো বিষয় নয় বরং গেমটি কী নিয়ে এবং তাতে কী সুবিধা রয়েছে সেটাই আসল। তরুণেরাই দেশে গেম শিল্প গড়ে তুলবে।

মোবাইল ফোনভিত্তিক গেমের বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানের উন্নয়নের লক্ষ্যে ‘জাতীয় পর্যায়ে মোবাইল গেম উন্নয়ন কর্মসূচি’ নামের প্রকল্পের উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। এ প্রকল্পের অধীনে ৮ হাজার ৭৫০ জন তরুণকে অ্যাপ উন্নয়ন এবং ২ হাজার ৮০০ জনকে গেমের জন্য অ্যানিমেশন তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। সে লক্ষ্যেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০টি কর্মশালার আয়োজন করা হচ্ছে। এটি ১৪তম কর্মশালা। এতে ১০০ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়। বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থী পরবর্তী সময়ে প্রশিক্ষণের সুযোগ পাবে।

সমাপনী অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শহিদুল হাসান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারের যে অবদান তাতে আমরা অংশ নিতে পেরে গর্বিত। তাদের উন্নয়নে আমরা সহযোগিতা করব।’ বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ও জাতীয় পর্যায়ে মোবাইল গেম উন্নয়ন কর্মসূচির পরিচালক নবির উদ্দিন অনুষ্ঠানে বক্তৃতা করেন।favicon59-4

Sharing is caring!

Leave a Comment