মুক্তিযুদ্ধের গেম বানিয়ে ১০ লাখ টাকা পুরস্কার

মুক্তিযুদ্ধের গেম বানিয়ে ১০ লাখ টাকা পুরস্কার

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে স্মার্টফোনে খেলার উপযোগী ‘গেরিলা ব্রাদার্স’ গেম বানিয়ে ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬’-এ ১০ লাখ টাকার চ্যাম্পিয়ন পুরস্কার জিতলেন বনি ইউসুফ। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রাক্তন ছাত্র। গতকাল বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পুরস্কার বিতরণ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অবদান গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে আমাদের এই খাতের প্রশংসা করা হচ্ছে। আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি, ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে রপ্তানি আয় হবে ৫০০ কোটি ডলার।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশে আইসিটিভিত্তিক অনেক প্রতিযোগিতা হয়। তবে এটি প্রায় এক বছর ধরে ১৫টি ধাপে অনুষ্ঠিত হয়। এমন প্রতিযোগিতা দেশে আর নেই।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, দেশের বিভিন্ন স্থানে তরুণদের নতুন উদ্যোগগুলোকে (স্টার্টআপ) সরকার এক বছরের জন্য কাজ করার জায়গা দেবে। এ জন্য ‘স্টার্টআপ ইনিশিয়েটিভ’ গঠন করা হয়েছে।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো  সংবাদমাধ্যম হয়েও গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, অ্যাপস প্রতিযোগিতা আয়োজন করে। কারণ, আমরা বাংলাদেশের জয় দেখতে চাই। আগামী বছর থেকে আরও কয়েকটি দেশকে নিয়ে আঞ্চলিক পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।’

অনুষ্ঠানের সভাপতি এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়। ৯ মাসব্যাপী এই আয়োজনে দক্ষ অ্যাপ নির্মাতা গড়ে তোলা হয়।

অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর প্রধান অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশ্বব্যাংক বাংলাদেশের প্রতিনিধি মোখলেছুর রহমান, প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সমন্বয়ক রাজেশ পালিত বক্তৃতা করেন।

গত বছরের ২৪ মে চতুর্থবারের মতো শুরু হয় এই প্রতিযোগিতা। এতে ৬৫০-এর বেশি অ্যাপের ধারণাপত্র জমা পড়েছিল।

চ্যাম্পিয়ন ছাড়াও তিনটি বিভাগে প্রথম পুরস্কার অর্জনকারী অ্যাপ নির্মাতারা দুই লাখ টাকা করে পুরস্কার পেয়েছেন। শিক্ষা, ব্যবসা ও কৃষি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘প-তে পড়া, খ-তে খেলা’ (নির্মাতা: মো. জসিম উদ্দিন, মো. মনিরুজ্জামান, আব্দুর রাহমান ও মো. ইমাম হোসেন)। স্বাস্থ্য ও জীবনযাপন এবং গেম ও অগমেন্টেড রিয়েলিটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে ‘অ্যান্ডয়েড ডিফেন্ডার’ (নির্মতা: আব্দুল্লাহ নাইম, আব্দুল্লাহ ইমরোজ, মো. শামসুজ্জামান মিয়া ও নাহিদুল ইসলাম) এবং ‘শব্দমেলা’ অ্যাপ (নির্মাতা: উম্মে কুলসুম, জান্নাতুল ফেরদৌস ও রাফি চৌধুরী)। এ ছাড়া ধারণাপত্রের জন্য বায়োস্কোপ এবং প্রচারণার জন্য শিশু শিক্ষা অ্যাপ বিশেষ পুরস্কার পেয়েছে।

চ্যাম্পিয়ন বনি ইউসুফ বলেন, ‘পুরস্কার পেয়ে অবশ্যই ভালো লাগছে। এখন গেরিলা ব্রাদার্স গেমে আরও নতুন ধাপ যোগ করার কাজ করছি।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিয়া নূর। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন প্রথম আলো বন্ধুসভার কয়েকজন সদস্য। শেষে ছিল মিনার অ্যান্ড দ্যা ব্যান্ডের সংগীত পরিবেশনা।

প্রতিযোগিতা আয়োজনে সহযোগী ছিল সরকারের আইসিটি বিভাগ। প্রধান পৃষ্ঠপোষক ছিল বিশ্বব্যাংক ও কানাডা।

সূত্র: প্রথম আলো favicon59-4

Sharing is caring!

Leave a Comment