৪০ বছরে অ্যাপল

৪০ বছরে অ্যাপল

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

১৯৭৬ সালের ১ এপ্রিল যাত্রা শুরু করেছিল অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড।  ১ এপ্রিল প্রতিষ্ঠানটির ৪০ বছর পূর্ণ হলো। বর্তমানে প্রতিষ্ঠারটি  মোট বাজারমূল্য ৬০ হাজার ১০০ কোটি ডলারের কিছু বেশি।

১৯৭৬ সালের প্রথম কম্পিউটার ‘অ্যাপল ওয়ান’ বাজারে নিয়ে ব্যবসা শুরু করে অ্যাপল। এরপর আসে ‘অ্যাপল টু’। আর তারপরেই ১৯৮০ সালের ভেতরেই বিরাট প্রতিষ্ঠানে পরিণত হয় অ্যাপল।

একসময় স্টিভ জবসকে বের হয়ে যেতে হয় অ্যাপল থেকে। তখন তিনি প্রতিষ্ঠা করেন নতুন প্রতিষ্ঠান ‘নেক্সট’। তবে স্টিভ জবস ১৯৯৭ সালে প্রধান নির্বাহী হয়ে অ্যাপলে আবার ফিরে আসেন।  ২০০১ সালে গান শোনার যন্ত্র আইপড, ২০০৭ সালে আইফোন, এবং ২০১০ সালে আইপ্যাড বাজারে আনার মাধ্যমে টেক জায়ান্টে পরিণত হয় অ্যাপল। স্টিভ জবসের হাত ধরে অ্যাপল পৌঁছে যায়  সাফল্যের চূড়ায়। ২০১২ সালে ক্যানসারের  মারা যান স্টিভ জবস।

বর্তমানে অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে আছেন টিম কুক।  সূত্র: ফোর্বস ও টেলিগ্রাফ। favicon59

Sharing is caring!

Leave a Comment