উইটসার সভায় ড্যাফোডিল চেয়ারম্যান
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও উইটসা’র (ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস অ্যালায়েন্স) গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান গত ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ভারতের হায়দারাবাদে অনুষ্ঠিত উইটসা বোর্ড অব ডিরেক্টরসের সভায় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিনিধিত্ব করেছেন। সভায় ন্যাসকম এর সভাপতি অর চন্দ্রশেখর ও এসোসিও’র সভাপতি ডেভিড উং, উইটসার বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা অংশ গ্রহণ করেন এবং উইটসা-অ্যাসোসিও কোলাবেরেশন, ডব্লিউসিআইটি ২০২২ বিড, উইটসা বিটুবি পোর্টাল, উইটসার এমার্জিং ডিজিটাল সলিউশন প্রোগ্রাম ২০১৮, উইটসা ফেলোশিপ প্রোগ্রাম, আইটিসিএ, উইটসা অ্যাওয়ার্ড ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
মো. সবুর খান উক্ত আলোচনায় বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন এবং উইটসা বিটুবি পের্টালের অবস্থা শীর্ষক আলোচনা পরিচালনা করেন। আলোচনা শেষে তিনি উইটসা প্রেসিডেন্ট মিস ইউভনি চাইইউ এর হাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শুভেচ্ছা স্মারক তুলে দেন।
উল্লেখ্য, ডব্লিউসিআইটি ২০২১ এর আয়োজক হবে বাংলাদেশ। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) বিশ্বের ৮০টি দেশের আইসিটি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বশীল সংঘ। উইটসার সদস্যরা বিশ্বের আইসিটি বাজারের ৯০ শতাংশের প্রতিনিধিত্ব করে থাকে।