কান্নার কারণ বলে দেবে অ্যাপ

কান্নার কারণ বলে দেবে অ্যাপ

প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি তাইওয়ানের একদল গবেষক একটি স্মার্টফোনের উপযোগী এমন অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, যা শিশুর কান্নার কারণ বলে দিতে পারবে।

এই বিশেষ অ্যাপটির নাম ‘ইনফ্যান্ট ক্রাইস ট্রান্সলেটর’। আর এটি তৈরি করেছেন ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি হসপিটাল ইউনলিনের গবেষকেরা। এই অ্যাপটি শিশুদের চার ধরনের কান্নার শব্দ তুলনা করতে পারে এবং কান্নার সঠিক কারণটি বলে দিতে পারে। এটি তৈরিতে নবজাত ১০০ শিশুর দুই লাখেরও বেশি কান্নার শব্দ সংগ্রহ করেছেন গবেষকেরা।
শিশু যখন কাঁদে তখন ১০ সেকেন্ড ধরে তার কান্না রেকর্ড করতে হয়। এরপর এই শব্দ ক্লাউড ড্রাইভে আপলোড হয়ে যায়। অ্যাপটি কান্নার শব্দটি মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে বিশ্লেষণ করে ফল দেখায়।
সংবাদ: রয়টার্স, ডেইলি মেইল। favicon5

Sharing is caring!

Leave a Comment