শিশুদের জন্য ডিজিটাল বই

শিশুদের জন্য ডিজিটাল বই

বিজ্ঞান-প্রযুক্তি : তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় শিশুদের নাগালের মধ্যে চলে এসেছে আইপ্যাডসহ অন্যান্য ব্র্যান্ডের ট্যাবলেট পিসি। এখনকার শিশুরা, বিশেষ করে শহর কেন্দ্রিক পরিবারগুলোতে তারা এসব ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা পাচ্ছে। যুগের চাহিদা কিংবা সামাজিক পরিবর্তনের এই প্রেক্ষাপটে শিশুদের উপযোগী শিক্ষামূলক গেম ও অ্যাপস প্রয়োজন। শিশুদের এই চাহিদার কথা বিবেচনা করে ডিজিটাল বই উম্মুক্ত করেছে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ট্যাপওয়্যার। সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয়ে ‘আই লার্ন মাইসেল্ফ’ নামক চিলড্রেন ডিজিটাল বুক উদ্বোধন করা হয়।

এ বিষয়ে ট্যাপওয়্যারের অন্যতম প্রতিষ্ঠাতা, তথ্যপ্রযুক্তিবিদ ও কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের লেখক নিটন মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আই লার্ন মাইসেল্ফ এর আওতায় একাধিক শিক্ষামূলক গেম ও অ্যাপস প্রকাশ করা হবে। আমরা মনে করি, সময়োপযোগী এই উদ্যোগের মাধ্যমে কোমলমতি শিশুদের পড়াশোনা ও জ্ঞানবিকাশ আনন্দদায়ক হবে। favicon5

Sharing is caring!

Leave a Comment