হিসাব করতে ‘হালখাতা’

হিসাব করতে ‘হালখাতা’

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :  একটা সময় ছিল যখন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে তাদের আর্থিক হিসাব-নিকাশ কাগজে লিপিবদ্ধ করতে হতো। কিন্তু প্রযুক্তির অগ্রযাত্রায় বর্তমানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে কাগজের পরিবর্তে কাস্টমাইজ সফটওয়্যারে হিসাব-নিকাশের নির্ভরতা দিন দিন বাড়ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সুবিধার্তে এবার সম্পূর্ণ বাংলা ভাষায় কাস্টমাইজ অ্যাকাউন্টিং সফটওয়্যার ‘হালখাতা’ তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান এইট পিয়ার্স সলিউশন্স লিমিটেড। অনেক মাঝারি এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীরাও হালখাতা সফটওয়্যারটি সহজে ব্যবহার করে উপকৃত হবেন বলে জানিয়েছে সফটওয়্যারটির নির্মাতারা। সফটওয়্যারটি তক্ষণা নির্ভুল হিসাব-নিকাশ, লাভক্ষতি, দেনা-পাওনা ইত্যাদির ফলাফল দিতে সক্ষম, যা প্রচলিত কাগজের হিসাবে সম্ভব নয়। সফটওয়্যারটিতে খুব সহজ বাংলা ইন্টারফেসে রয়েছে যা ব্যবহার করতে কোনো দক্ষতার প্রয়োজন হয় না।

 

সফটওয়্যারটির গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট তৈরি করা, লেজার তৈরি করা, মেমো কাটার সময় নির্দিষ্ট ক্রেতার দেনাপাওনা দেখা, মেমো প্রিন্ট করা, স্টকে নির্দিষ্ট পণ্যের পরিমাণ দেখা, গুদাম পরিবর্তন করা প্রভৃতি। হালখাতা সফটওয়্যারের সঙ্গে দেওয়া হচ্ছে ফ্রি ইনস্টলেশন সাপোর্ট। এছাড়া ব্যবহারকারী প্রতিষ্ঠানটির কাগজের হিসাবকে হালখাতা সফটওয়্যারে উঠানোসহ কর্মীদের বিনা মূল্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, বিক্রির পর তিন মাস বিনা মূল্যে সাপোর্ট সুবিধা রয়েছে। পাশাপাশি যেকোনো প্রয়োজনে ইমেইলে, ফোনে অথবা কাজের স্থানে গিয়ে সাপোর্ট সুবিধা দেবে হালখাতা টিম। এইট পিয়ার্স সলিউশন্স লিমিটেডের কর্ণধার মোহাম্মদ শাহজালাল বলেন, ‘আমাদের টিম এই সেক্টরে ১০ বছর ধরে কাজ করছে। আমরা এমন এক টিম গঠন করেছি যাদের রয়েছে হালখাতা সফটওয়্যারের টেকনিক্যাল বিষয়ে পরিপূর্ণ জ্ঞান।’ favicon59

Sharing is caring!

Leave a Comment