অ্যান্ড্রয়েডের জন্য অ্যালার্ম অ্যাপ

অ্যান্ড্রয়েডের জন্য অ্যালার্ম অ্যাপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সকালে সময়মতো ঘুম থেকে না উঠতে পারার ভোগান্তি অনেক। তাই সকালে সময়মতো উঠার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট সম্প্রতি একটি অ্যালার্ম অ্যাপ উন্মুক্ত করেছে। অ্যাপটির নাম ‘মিমিকার অ্যালার্ম’। গুগল প্লে স্টোর থেকে এটি বিনা মূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। 

সময়মতো সকালের ঘুম ভাঙানোর ক্ষেত্রে মাইক্রোসফটের নতুন অ্যাপটিকে একটি গেমিং অ্যাপ বলা যেতে পারে। এতে তিন ধরনের অপশন রয়েছে। ঘুম থেকে জাগার জন্য আপনি বেছে নিতে পারেন যে কোনোটি অথবা সবগুলো অপশনই।

 ১. ম্যাচ দ্য এক্সপ্রেশন: অ্যালার্ম বন্ধের জন্য অ্যাপটি ব্যবহারকারীকে মুখের এক্সপ্রেশনের সেলফি ৩০ সেকেন্ডের মধ্যে তুলতে বলবে। যেমন হাসি মুখ করে কিংবা অবাক হওয়ার ভঙ্গি করে সেলফি তুলতে বলবে। আর ঠিক তেমন সেলফি তুললেই বন্ধ হবে অ্যালার্ম, অন্যথায় আবারো বেজে উঠবে।

 ২. ক্যাপচার দ্য কালার: অ্যালার্ম বন্ধের জন্য অ্যাপটির প্রদর্শিত রঙের সঙ্গে মিলিয়ে ওই রঙের ছবি তুলতে হবে।

 ৩. টাং টুইসটার: অ্যালার্ম বন্ধের জন্য অ্যাপটির প্রদর্শিত বাক্য ব্যবহারকারীকে পড়ে শোনাতে হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment