নাসার স্পেস অ্যাপস প্রতিযোগীতা

নাসার স্পেস অ্যাপস প্রতিযোগীতা

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজন করেছে স্পেস অ্যাপস প্রতিযোগীতার। নাসা আয়োজিত স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-এর আঞ্চলিক পর্ব আগামী মাসে অনুষ্ঠিত হবে। দেশের তিনটি শহরে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে এর আয়োজন করা হয়েছে। আঞ্চলিক পর্যায় থেকে যারা বিজয়ী হবেন কেবল তারাই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবেন।

গতকাল সোমবার এ উপলক্ষে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডেটা বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এই বুটক্যাম্প আয়োজন করেন। বুটক্যাম্পে বেসিসের সভাপতি শামীম আহসান জানান, ‘প্রকৌশল ও বিজ্ঞানে বাংলাদেশের অগ্রগতি খুবই সাফল্যজনক।’

এছাড়া ডিআইইউয়ের উপাচার্য ইউসুফ এম ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানে আমাদের সফল হতে ডেটা নিয়ে কাজ করতে হবে।’ উক্ত বুটক্যাম্পে আরও উপস্থিত ছিলেন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬-এর আহ্বায়ক আরিফুল হাসান, ডিআইইউর সফটওয়্যার প্রকৌশলী বিভাগের প্রধান তৌহিদ ভুঁইয়াসহ অনেকে।

বুটক্যাম্পে এবারের প্রতিযোগীতা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়। এই প্রতিযোগীতায় একক বা দলবদ্ধভাবে নিবন্ধন করে অংশ গ্রহণ করা যাবে। আগ্রহীরা ৩০ মার্চের মধ্যে http://studentsforum.basis.org.bd ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।favicon59

Sharing is caring!

Leave a Comment