ঘড়ি বলে দেবে আয়ু !
প্রযুক্তি ডেস্ক: জন স্মিথ পরিচালিত ইন টাইম-এ চলচ্চিত্রে দেখা যায় ভবিষ্যতের মানুষদের হাতে একটা করে ডিটিজাল ঘড়ি থাকবে। সে ঘড়ি জানাবে আয়ু কত বাকি আছে। তবে এই আয়ু আবার অদল-বদল করা যায়। বাস্তবে সেই রকম আদল-বদল করা না গেলেও জানা যাবে আয়ু কতদিন আছে। এমনই ঘড়ির নকশা করেছেন যুক্তরাষ্ট্রের নকশাবিদ ফ্রেডরিক কোলটিং।
অনেকে একে আয়ু-ঘড়ি বললেও কোলটিং এর নাম দিয়েছেন ‘টিককার’। এ প্রসঙ্গে ডেইলি মেইল জানায়, এ ঘড়িতে ব্যবহারকারীর স্বাস্থ্য ও বয়স সংক্রান্ত তথ্য দিয়ে রাখতে হবে। সে অনুযায়ী হিসাব করে ঘড়িটি ঘণ্টা, মিনিট, সেকেন্ডের হিসাবে আয়ুষ্কাল দেখাবে।
অনেকে একে মৃত্যু ঘড়ি বলল্ওে আবিষ্কারক বলছেন উল্টো কথা। তিনি বলেন, আমাদের সবাইকে মরতে হবে। কিন্তু আধুনিক সমাজে আমরা এই বিষয়ে খুব কমই কথা বলি। কোলটিং আরো দাবি করেন, এ ঘড়িটি আমাদের সময়ের সদ্ব্যবহার শেখাবে। এর ব্যবহারকারী জীবনে সবকিছু নিয়মমাফিক করতে পারবেন এবং সুখী হবেন। তাই একে সুখ-ঘড়িও বলা যায়।