লিপস্টিক বুদ্ধি কমায়

লিপস্টিক বুদ্ধি কমায়

ফিচার ডেস্ক: শিরোনাম দেখে কী অবাক হয়ে গেলেন? তবে অবাক হলেও এটিই সত্য! কারণ সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, লিপস্টিক ব্যবহারে নারীর বুদ্ধি কমে যেতে পারে। মানুষের আচরণ ও শেখার ক্ষমতার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ লিপস্টিকে থাকে ক্ষতিকারক সীসা।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকেরা ঠোঁট রাঙানোর এই পণ্যটি নিয়ে গবেষণা চালান এবং পরিবেশ বিষয়ক জার্নাল এনভায়রনমেন্টাল হেলথ পারসপেকটিভ এই গবেষণার ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করেছে। সেখানে এ তথ্যগুলোই তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অকল্যান্ডের ১২ জন তরুণীর ২২টি ব্র্যান্ডের লিপস্টিক ও লিপগ্লস সংগ্রহ করে ওই গবেষণা চালানো হয়। গবেষণায় ওই ২২ ব্র্যান্ডের মধ্যে ১২টির লিপস্টিক ও লিপগ্লসে সীসার উপস্থিতি পাওয়া যায়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, লিপস্টিকে খুব কম মাত্রার সীসা ব্যবহার করা হয়। কিন্তু সামান্য এই সীসা জমতে জমতে একদিন মানুষের বুদ্ধি ও আচরণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়াও এটি মানসিক স্থিতির উপরেও খারাপ প্রভাব ফেলে। বিশেষত গর্ভবতীরা সীসাযুক্ত লিপস্টিক ব্যবহার করলে গর্ভজাত সন্তানের ওপর তার প্রভাব পড়তে পারে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকেরা পরামর্শ দেন, লিপস্টিক বা লিপগ্লস ব্যবহারের আগে এর উপাদান সম্পর্কে ভালো করে জেনে নেয়া উচিৎ।

আইস টুডে থেকে ভাষান্তর: রবিউল কমলfavicon

Sharing is caring!

Leave a Comment