১০ মিনিটে চার্জ হবে স্মার্টফোন !
প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনে চার্জ নিয়ে ভাবনার দিন শেষ হতে যাচ্ছে। কারণ ভবিষ্যতে এমন চিপযুক্ত স্মার্টফোন বাজারে আসছে যা দিয়ে মাত্র ১০ মিনিটেই পুরোপুরি চার্জ সম্পন্ন করা যাবে।
এই চিপটি আঙুলের নখের সমান এবং এটি তৈরি করেছেন সিঙ্গাপুরের ন্যানইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড ইয়াজমি। ইয়াজমি দাবি করেছেন তার তৈরি এই ক্ষুদ্র চিপটি মোবাইলে চার্জ গ্রহণ করার পদ্ধতি বদলে দিতে পারে।
বর্তমানে স্মার্টফোনগুলো চার্জ হতে বেশি সময় লাগে কারণ এতে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে এখনকার লিথিয়ামের ব্যাটারিগুলো গরম হয় না। নতুন আবিষ্কৃত এই চিপ ফোনের ব্যাটারিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে দ্রুত চার্জ হতে সাহায্য করবে। ইয়াজমি আশা করছেন, তাঁর তৈরি চিপটি বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে মোবাইল ফোনের চার্জিং সক্ষমতা বাড়াতে ব্যবহার করা যাবে। এ চিপটি নিয়ে সনি, স্যানয়ো ও স্যামসাংয়ের সঙ্গে কথা বলেছেন তিনি।