শেষ হচ্ছে পাসওয়ার্ডের দিন!
প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তিতে দিন দিন বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। শুধুমাত্র আট বা দশ ডিজিটের পাসওয়ার্ড দিয়েও এখন নিশ্চিত হচ্ছে না নিরাপত্তা। কারণ যে কোনো সময়ই হ্যাক হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার বলছে নিরাপত্তার কারণেই আগামী দিনে পাসওয়ার্ড বিলুপ্ত হয়ে যাবে। তখন পাসওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করা হবে আরো বেশি নিরাপদ এবং শক্তিশালী প্রযুক্তি। বিজনেস ইনসাইডারের চোখে এমন চারটি প্রযুক্তি হল-
ভয়েস রিকগনিশন: আগামী দিনগুলোতে পাসওয়ার্ডের জায়গা দখল করে নেবে ভয়েস রিকগনিশন। পাসওয়ার্ডের চেয়ে এটি হবে অনেকগুন শক্তিশালী।কারণ এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো ব্যক্তির কণ্ঠস্বর তার সব অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করবে। এটির নামকরণ করা হয়েছে ‘ভয়েসপ্রিন্ট’ পদ্ধতি। গলার স্বর, উচ্চারণ-এসব বিশ্লেষণ করে কাজ করবে এটি।
আঙুলের ছাপ: এখনকার অধিকাংশ স্মার্টফোনগুলোতে ‘ফিঙ্গারপ্রিন্ট সেন্সর’ ফিচারটি আছে। অনেক বেশি শক্তিশালী ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। কারণ চাইলেই কেউ কারো আঙুলের ছাপ নকল করতে পারে না। তাই এই পদ্ধতিতে নিরাপত্তা নিশ্চিত হবে শতভাগ।
চোখ টিপ: বর্তমানে মাস্টারকার্ড ব্যবহারকারীরা এই পদ্ধতি ব্যবহার করে থাকে। এই পদ্ধতিতে নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে ব্যবহারকারীর চোখকে। চোখ টিপ দিলে পেশির ব্যবহার এবং তাতে মুখের পরিবর্তন যাচাই করে খুলে দেওয়া হবে নিরাপত্তা বেষ্টনী।
হাঁটাচলা: সব মানুষের হাঁটাচলার মধ্যে কিছু ভিন্নতা থাকে। তাই হাঁটা দেখে একজন মানুষকে চিহ্নিত করা সম্ভব। এই পদ্ধতি কার্যকর হলে অফিসে ঢুকতে আর কার্ড পাঞ্চ করতে হবে না।