ফেসবুকে অনাগ্রহী মার্কিন তরুণ প্রজন্ম
প্রযুক্তি ডেস্ক : ফেসবুকের জনপ্রিয়তা কমতে শুরু করেছে আমেরিকান তরুণ প্রজন্মের কাছে। ফর রেস্টার রিসার্চ ফান্ডের এক জরিপের ফলাফলে বলা হয়েছে, মার্কিন কিশোর-কিশোরীরা ফেসবুকের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। উক্ত জরিপে দেখা গেছে, মার্কিন তরুণরা নেহাত অভ্যাসের বশে ফেসবুক ব্যবহার করছে। সংবাদ: এএফপি।
ওই জরিপে বলা হয়, গত বছরের পরিসংখ্যান অনুযায়ী ৭৮ শতাংশ আমেরিকান কিশোর-কিশোরী ফেসবুক ব্যবহার করে। কিন্তু এ বছর ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে জরিপ চালিয়ে দেখা যায় তাদের ৬৫ শতাংশ এখন আর ফেসবুক ব্যবহারে তেমন আগ্রহ পায় না এবং তাদের মধ্যে ৮০ শতাংশ ইউটিউব ও ৭৯ শতাংশ স্ন্যাপচ্যাট ব্যবহার করে।
ফর রেস্টার তাদের জরিপ পরিচালনা করে এ বছরের ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত। মোট চার হাজার ৪৮৫ মার্কিন কিশোর-কিশোরীর ওপর এই জরিপ চালানো হয়।