জ্যাকেট শুকাবে নিজে নিজেই!

জ্যাকেট শুকাবে নিজে নিজেই!

প্রযুক্তি ডেস্ক : ভিজে গেলে নিজ থেকেই শুকাতে পারবে এমন জ্যাকেট তৈরির পরিকল্পনা করেছে স্টার্টআপ প্রতিষ্ঠান ফ্যালন। নতুন ওই প্রতিষ্ঠানটির এই জ্যাকেট তৈরির বিষয়টি অনেকটা ‘ব্যাক টু দ্য ফিউচার’ চলচ্চিত্রের চরিত্র মার্টি ম্যাকফ্লাইয়ের জ্যাকেটের মতো হবে বলেই মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। কারণ সেখানে স্বয়ংক্রিয়ভাবে চরিত্রটির পরে থাকা ভেজা জ্যাকেট শুকিয়ে গিয়েছিল।

এক প্রতিবেদনে এনগ্যাজেট জানিয়েছে, জ্যাকেটটি ভিজে গেলে ঠিক কীভাবে শুকাতে সক্ষম হবে, সে বিষয়টি কিকস্টার্টার ক্যাম্পেইনে ব্যাখ্যা করেছে এবং জ্যাকেটটির একটি ভিডিও প্রকাশ করেছে এর পরিকল্পনাকারী প্রতিষ্ঠান ফ্যালন।

জ্যাকেটটি ভিজে গেলে এর অভ্যন্তরে উচ্চ-চাপের বাতাস বৃত্তাকারে প্রবাহিত হতে থাকবে। বাতাস প্রবাহের প্রয়োজনে নিমিষেই জ্যাকেটটি ফুলে উঠবে এবং এর ভেতরের বাতাস পানি শুকাতে সাহায্য করবে। পুনরায় চার্জ দেওয়া সম্ভব এমন ব্যাটারির সুবাদেই এই বাতাস তৈরি হবে বলে জানিয়েছে ফ্যালন।

বৃষ্টিতে ভিজে গেলেও মাত্র দুই মিনিটের মধ্যেই জ্যাকেট শুকিয়ে যাবে বলেই দাবি করেছে ফ্যালন। অন্যদিকে এনগ্যাজেট জানিয়েছে, জ্যাকেটটি কাজে লাগাতে ব্যবহারকারীদের শুধু এর ভেতর লুকিয়ে থাকা ‘বাটন’ চাপলেই হবে এবং জ্যাকেটটিতে ব্যবহারকারীদের জন্য অসংখ্য পকেটও রাখা হয়েছে। আর এর বাহ্যিক ডিজাইন দেখে কোনোভাবেই বুঝা সম্ভব নয় যে এর মধ্যে এমন প্রযুক্তি রয়েছে।

কিকস্টার্টার ক্যাম্পেইনে ২০১৬ সালের এপ্রিল মাসে জ্যাকেটটি লঞ্চ করার প্রতিশ্রুতি দিয়েছে ফ্যালন এমনটাই জানিয়েছে এনগ্যাজেট।favicon

Sharing is caring!

Leave a Comment