অগ্ন্যুৎপাতের খবর জানাবে ড্রোন
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগাম খবর জানতে ড্রোন ব্যবহার করবেন গবেষকরা। সংবাদ: স্কাই নিউজ।
দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। ২০১০ সালে এক ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে। যার ফলে শত শত বিমানের ফ্লাইট স্থগিত করতে হয়। ক্ষতি হয় প্রায় ১৫০ মিলিয়ন ইউরো। গবেষকদের আশঙ্কা, দেশটির সর্ববৃহৎ আগ্নেয়গিরি ‘কাটলা’ খুব শিগগির এ রকম একটি অগ্ন্যুৎপাতের সূচনা করবে।
একজন গবেষক জানান, ‘ড্রোনের মাধ্যমে মানুষের অগম্য জায়গাগুলোর ছবি নিয়ে একটি থ্রি-ডি মডেল দাঁড় করানো হবে। এ ছাড়া সেন্সর আর ইনফ্রা রেড ক্যামেরার মাধ্যমে সম্ভাব্য অগ্ন্যুৎপাতের পূর্বাভাস পাওয়া যাবে। এর আগে এ ধরনের কাজে হেলিকপ্টার ব্যবহার করা হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল।’