নাসার সর্বশেষ নভোচারী দলে অর্ধেকই নারী

নাসার সর্বশেষ নভোচারী দলে অর্ধেকই নারী

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ১৯৬০ সালে নাসা কর্তৃপক্ষ একজন মহাকাশচারীর আবেদনপত্র নামঞ্জুর করে দিয়েছিল, কারণ আবেদনকারী ছিলেন একজন নারী। সে সময় নাসায় নারীদের জন্য নভোপ্রশিক্ষণের কোনো ব্যবস্থাই ছিল না। কিন্তু বর্তমানে নাসার সর্বশেষ যে মাহাকাশচারী দল গঠন করা হয়েছে সেখানে অর্ধেকই নারী সদস্য। নাসার ইতিহাসে এটাই প্রথম কোনো মহাকাচারী দল যেখানে চারজন পুরুষ এবং চারজন নারী রয়েছেন। সংবাদ : নিউ ইয়র্ক টাইমস।

nasa_femaleনিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সাল থেকে এই নভোচারী দলকে প্রশিক্ষণ দিচ্ছে নাসা। মার্স মহাকাশযানের মাধ্যমে এই দলকে মঙ্গলগ্রহে পাঠাতে চায় নাসা। সেই উদ্দেশ্যেই চলছে প্রশিক্ষণ। নাসার বিজ্ঞানীরা আশা করছেন, ২০৩০ সালের মধ্যে এই প্রশিক্ষণ শেষ করতে পারবেন তারা।

এই মহাকাশচারী দলের চার নারী সদস্য হলেন- ড. জেসিকা মেয়ার, ক্রিস্টিনা হ্যামক, নিকোল অনাপু মান এবং অ্যানী ম্যাকক্লেইন। ছয় হাজার আবেদনকারীদের মধ্য থেকে এই চারজনকে বেছে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।favicon59

Sharing is caring!

Leave a Comment