ইঁদুরের শরীরে মানুষের কান
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মানুষের শরীরের মধ্যে সহজে অঙ্গ প্রতিস্থাপনে নানা ধরনের গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এক্ষেত্রে সাফল্যও মিলছে। সম্প্রতি এ ধরনের একটি গবেষণায় সাফল্যের খবর জানিয়েছেন জাপানের কয়োটা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব টোকিওর বিজ্ঞানীরা। ইঁদুরের শরীরে তারা সফলভাবে মানুষের কান তৈরি করতে সক্ষম হয়েছেন এবং আগামী পাঁচ বছরের মধ্যেই এ পদ্ধতিতে তৈরি কান মানুষের শরীরে প্রতিস্থাপন করা যাবে বলে জানিয়েছেন।
আর এক্ষেত্রে পরীক্ষামূলকভাবে ইঁদুরের পিঠে সফলভাবে মানুষের কান তৈরি করা গেছে। বিজ্ঞানীরা বলেন, ইঁদুরের পিঠে নতুন এই অঙ্গ তৈরি করতে তারা মানুষের কোষকে রূপান্তর করে তরুণাস্থি তৈরি করেন। এ তরণাস্থিকে কান আকৃতির ক্ষুদ্র প্লাস্টিক টিউবের মধ্যে রেখে তা ইঁদুরের পিঠে প্রবেশ করিয়ে দেওয়া হয়। দুই মাসের মধ্যে প্লাস্টিক টিউবটি ভেঙে গিয়ে ইঁদুরের পিঠের মধ্যে মানুষের কানের আকার পায়। যারা কোনো দুর্ঘটনায় কান হারিয়েছেন কিংবা বিকলাঙ্গ কান নিয়ে জন্ম নিয়েছেন, তাদের ক্ষেত্রে এই নতুন পদ্ধতিতে সহজে কান প্রতিস্থাপন করা সম্ভব হবে। বর্তমানে কান প্রতিস্থাপনের যে পদ্ধতিটি ইতিমধ্যে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে কান প্রতিস্থাপনে রোগীর পাঁজর থেকে নেওয়া তরুণাস্থি ব্যবহার করা হয়। এই পদ্ধতিটি খুবই যন্ত্রণাকর এবং দীর্ঘ সময় প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হয়।
জাপানের বিজ্ঞানীদের দাবী, ইঁদুরের ওপর প্রয়োগকৃত তাদের যুগান্তরকারী নতুন পদ্ধতিটির ফলে মানুষের কাছ থেকে খুবই সামান্য পরিমান কোষের নমুনা নিয়ে তা দিয়েই কান তৈরি করে প্রতিস্থাপন করা সম্ভব হবে। তথ্যসূত্র: মেট্রো।