ধুমপান করবেন আপনি, ভুড়ি বাড়বে শিশুর
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : পার্শ্ব-ধুমপানের কারণে শিশুদের ওজন বাড়ে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। জর্জিয়া অগাস্টা ইউনিভার্সিটির ক্লিনিকাল হেলথ সাইকোলজিস্ট ক্যাথরিন ডেভিস ২২০ জন অতিরিক্ত ওজনের শিশুর উপর এই গবেষণা চালান। সেই গবেষণায় উঠে এসেছে শিশুদের ভুঁড়ি বাড়ার অন্যতম কারণ প্যাসিভ স্মোকিং। সংবাদ : ক্লিনিকাল হেলথ জার্নাল।
ক্লিনিকাল হেলথ জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের ওজন বাড়ার পেছনে প্যাসিভ স্মোকিং ভয়ানকভাবে দায়ী। প্যাসিভ স্মোকিং একইভাবে প্রাপ্তবয়স্কদেরও ওজন বাড়ায়।