অমরত্ব লাভ করবে মানুষ!
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মানুষের পক্ষে কী কখনো অমরত্ব লাভ করা সম্ভব? দীর্ঘদিন ধরে মানুষের মনে ঘুরপাক খাওয়া এই প্রশ্নের বুঝি এবার একটু সমাধান মিলল।
ফিউরোলজিস্ট (ভবিষ্যত বিজ্ঞানী) ড. ইয়ান পিয়ারসন পূর্বাভাস দিয়ে বলেছেন যে, ২০৫০ সালের মধ্যে হোমো অপটিমাস নামক সুপার মানব গঠিত হবে, ফলে মানুষ ‘ইলেকট্রনিক অমরত্ব’ অর্জন করবে। তিনি দাবী করেন, ২০৫০ সালের মধ্যে ইলেকট্রো-মানব স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়াবে এবং এর মাধ্যমে হোমো অপটিমাস প্রজাতি সৃষ্টি হবে। নতুন এই প্রজাতি হবে মূলত মানুষের এবং কম্পিউটারের একটি মিশ্রণ যা হবে উচ্চতর দক্ষতা সম্পন্ন।
তিনি বলেন, ‘আপনি যদি ৪০ বছরের কম বয়সী হন, তাহলে আপনি আপনার জীবদ্দশায় ‘ইলেকট্রনিক অমরত্ব’ অর্জন করার একটি সুযোগ পেতে পারেন। এই ধারণার মানে এই যে আপনার চিন্তা এবং অভিজ্ঞতা ভবিষ্যত প্রজন্মের জন্য অনলাইনে আপলোড এবং সংরক্ষণ করা হবে।’ ড. ইয়ান পিয়ারসন বিশ্বাস করেন, প্রযুক্তি শুধুমাত্র মানুষকে কম্পিউটারের সঙ্গে একত্রীকরণ করবে না, এটি হোমো অপটিমাস নামক একটি সম্পূর্ণ নতুন প্রজাতি তৈরি করবে এবং তা ২০৫০ সালের মধ্যেই ঘটবে।
ড. ইয়ান পিয়ারসন এই ভবিষ্যতবাণী করেন বিগ ব্যাং ফেয়ার ২০১৬ এর অংশ হিসেবে।