সবচেয়ে বেশি নারী ধূমপায়ী বাংলাদেশে

সবচেয়ে বেশি নারী ধূমপায়ী বাংলাদেশে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : নারী ধূমপায়ীদের সংখ্যার দিক থেকে বিশ্বের ২২টি দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

বিশ্বে ধূমপায়ীদের সংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রোয়েশিয়া। সেই প্রতিবেদনের বরাতে ক্রোয়েশিয়া উইক জানাচ্ছে, ২২টি দেশকে নিয়ে করা এই প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ধূমপান করেন। ক্রোয়েশিয়ার উইকের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়িশিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথের গবেষণা তথ্য থেকে এটি জানা গেছে।

নারী ধূমপায়ীদের ক্ষেত্রে বাংলাদেশের পরেই আছে ক্রোয়েশিয়া। তবে ২২টি দেশের মধ্যে নারী ও পুরুষ ধূমপায়ীদের সংখ্যার বিচারে সপ্তম স্থানে আছে দেশটি। তথ্য অনুযায়ী, ক্রোয়েশিয়ার জনসংখ্যার মধ্যে ৩১ শতাংশ ধূমপায়ীদের বয়স ১৫ বছর। তারা দিনে গড়ে ১৬ টি সিগারেট পান করে।
ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের তোমিসলাভ বেনজাক  বলেছেন, বেকারত্ব ও উচ্চ পর্যায়ের চাপ ধূমপানের অন্যতম কারণ। ইউরোপীয় ইউনিয়নের ধূমপায়ীদের সংখ্যা কমলেও এখনো সেখানে প্রতি চারজনে একজন ধূমপান করে।

সূত্র: ক্রোয়েশিয়া উইক।favicon59

Sharing is caring!

Leave a Comment