ইঁদুরের কৃত্রিম শুক্রাণু তৈরি করেছে চিন
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : পুরুষ ছাড়াই সন্তান উৎপাদন হবে! চিনের গবেষকরা তেমনটিই জানিয়েছে। তারা জানিয়েছেন, কৃত্রিম উপায়ে শুক্রাণু তৈরি করতে সক্ষম হয়েছেন তারা। আর এই কৃত্রিম শুকাণু দিয়েই সম্প্রতি জন্ম নিয়েছে ইঁদুর ছানা।
কৃত্রিম শুক্রাণু তৈরির এই সফলতা ভবিষ্যতে মানুষের ক্ষেত্রেও সফল হতে পারে বলে বিশ্বাস চিনের এই গবেষক দলের। এ ব্যাপারটি নিয়ে বিজ্ঞানীদের দাবি, আরো বেশি গবেষণায় পুরুষের শুক্রাণুও ল্যাবরেটরিতে একসময় তৈরি করা সম্ভব হবে। ল্যাবরেটরিতে উৎপন্ন শুক্রাণুর সঙ্গে মহিলাদের ডিম্বাণুর মিলন ঘটিয়েই সৃষ্টি করা যাবে সন্তান।
স্টেম সেল টেকনিক পদ্ধতিতে এই গবেষণাটি চালান বিজ্ঞানীর। যদিও এটি একটি পুরোনো পদ্ধতিটি । তবে নতুন সংযোজন এই পদ্ধতিকে গবেষকদের সফল করেছে ভবিষ্যতে আরও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। চিনের নানজিং মেডিক্যাল ইউনিভার্সিটির চিকিৎসক ড. জিয়াহাও এই গবেষক দলের নেতৃত্বে দিচ্ছেন ।