বছরের প্রথম পূর্ণ সূর্যগ্রহণ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : পৃথিবী আর সূর্যের মাঝখনে চাঁদের অবস্থানের ফলে চাঁদের ছায়া পড়ে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যাওয়াকে সূর্যগ্রহণ বলা হয়। আর এই সূর্যগ্রহণ পূর্ণ বা আংশিক হতে পারে।
আগামী মার্চ এর ৯ তারিখে এমন একটি সূর্যগ্রহণ দেখা যাবে। আর এটি হবে পূর্ণ সূর্যগ্রহণ। ওই দিন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলোকে পুরোপুরি ঢেকে দিবে। আর তখন চাঁদের ব্যাসরেখা সূর্যের থেকে বড় দেখা যাবে। ফলে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না।
২০১৬ সালের এই পূর্ণ সূর্যগ্রহণ বিশ্বের সকল স্থান থেকে দেখা যাবে না। ইন্দোনেশিয়ার কিছু অংশ, সুমাত্রা, বোর্নিও, সুলাওয়েসি এবং প্রশান্ত মহাসাগরের কিছু কিছু অঞ্চল থেকে দেখা যাবে। এছাড়াও উত্তর ও পূর্ব অস্ট্রেলিয়া, দক্ষিণ এশিয়ায় এবং পূর্ব এশিয়ার কিছু কিছু অঞ্চল থেকেও আংশিক সূর্যগ্রহণও দেখা যাবে।
এই সূর্যগ্রহণ ৮ মার্চ ১১ টা ১৯ মিনিটে শুরু হয়ে ৯ মার্চ ১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এবং পরিপূর্ণ গ্রহণ ৪ মিনিট ৯ সেকেন্ড স্থায়ি হবে। এই সমীকরণটি গ্রিনিস মান সময় অনুযায়ী করা হয়েছে।
আগামী বছরের ২১ আগস্টেও এই ধরনের পূর্ণ সূর্যগ্রহণ আবার দেখা যাবে।