ভিনগ্রহীদের সংকেত পাবে পৃথিবীর গবেষকরা
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
সিনেমার পর্দায় প্রায় এলিয়েন দেখা যায়, কিন্তু বাস্তবে এলিয়েনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। তবে এবার ভিন্ন কথা বলছে একদল গবেষক। তারা বলছেন ভিনগ্রহী বা এলিয়েনদের উপস্থিতি আরো স্পষ্ট। তাদের দাবি ভিনগ্রহীরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারে। আর তারা যোগাযোগ করলে পৃথিবীতে বসেই এর সংকেত পাওয়া যাবে।
ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, গবেষকরা এমন একটি উপায় বের করেছেন যার মাধ্যমে ভিনগ্রহীরা পৃথিবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেই সংকেত পাওয়া যাবে।
এ ব্যাপারে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, পৃথিবীর বাইরের কোনো প্রাণীর অস্তিত্বের সন্ধানে আমরা যে উপায়ে ব্যবহার করি, সেই একই পদ্ধতি ব্যবহার করে ভিনগ্রহীরাও আমাদের খোঁজ করতে পারে। তারা যখন অনুসন্ধান চালাবে তখন এক ধরনের সংকেত পাওয়া যাবে। আর এই সংকেতের মাধ্যমেই আমরা ভিনগ্রহীদের উপস্থিতি শনাক্ত করতে পারবো।
গবেষকরা আরো বলেছেন, তারা ডজন খানেক স্থান নির্বাচন করেছেন যেসব গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। আর এসব স্থান নির্বাচনে তারা আলোক উজ্জ্বল্যতা ও তাপমাত্রাকে গুরুত্ব দিয়েছেন।
জ্যোতিঃপদার্থবিজ্ঞানী রেনে হেলার ও রাল্ফ পুদ্রিজ বলেন, ভিনগ্রহীরা সূর্যকে পরিভ্রমণ করে এবং এই পরিভ্রমণের সময় পৃথিবীর অনুসন্ধান পেতে পারে তারা। ঠিক একই উপায়ে ভিনগ্রহীদের সন্ধান পাবেন পৃথিবীর গবেষকরা।