এক অঙ্কের পুরষ্কার ৫ কোটি ৫৩ লাখ টাকা
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল বিশাল এক গাণিতিক সমস্যা। এর সমাধান করতে পারে নি দুনিয়ার বড় বড় গণিতবিদরা। প্রায় তিন শদাব্দী অর্থাৎ ৩০০ বছর পর সেই সমস্যা সমাধান করলেন ব্রিটেনের এক অধ্যাপক। আর এজন্য পুরস্কারও পেলেন তিনি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্ড্রু উইলেস এই গাণিতিক সমস্যাটির সমাধান করেছেন। আর পুরষ্কার হিসেবে পেয়েছেন পাঁচ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় পাঁচ কোটি ৫৩ লাখ টাকা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে ‘যুগান্তকারী মুহূর্ত’ বলে ঘোষণা দিয়েছে।
অ্যান্ড্রু উইলেস ৬২ বছর বয়সী একজন গণিতবিদ যিনি আসলে ‘ফারমেতস লাস্ট থিওরেম’ প্রমাণ করেছেন। নরওয়ের সায়েন্স ও লেটার অ্যাকাডেমি এজন্য তাকে আবেল প্রাইজ দিচ্ছে। যার প্রাইজমানি বাবদ তিনি ওই পাঁচ লাখ পাউন্ড অর্থ পাচ্ছেন। তিনি ১৯৯৪ সালে ‘ফারমাট’স লাস্ট থিওরি’র সমাধান প্রকাশ করেছিলেন।
থিওরেমটি হলো- ‘n-এর মান যখন ২-এর বেশি, তখন xn + yn = zn সমীকরণটির কোনো পূর্ণ সংখ্যার সমাধান নেই।’ ১৬৩৭ সালে ফরাসি গণিতবিদ পিয়েরে দে ফারমেত প্রথম এই সমীকরণটি তুলেছিলেন। ৩০০ বছরের মধ্যে কেউ যার সমাধান করতে পারেনি।
আগামী মে মাসে নরওয়ের রাজধানী অসলোতে এই পুরষ্কার প্রদান করা হবে। নরওয়েজিয়ান ক্রাউন প্রিন্স হাকুনের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন অ্যান্ড্রু উইলেস।

 
	                
	                	
	            
 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	