সময় লিখবে সুজুকির কাঠের ঘড়ি
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :
সময় লেখার দেয়াল ঘড়ি তৈরি করে হৈচৈ ফেলে দিয়েছেন জাপানের কাংগো সুজুকি। সুজুকি জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার আবিষ্কৃত ঘড়িটি প্রতি এক মিনিট পরপর সময় লিখে জানিয়ে দেয় কয়টা বেজেছে। এটি তিনি প্রথম তার টুইটারে প্রকাশ করেন। আর টুইটারের পোস্টটিই তার জন্য ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। এখনও ঘড়িটির কাজ সম্পূর্ণ হয়নি। তবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই ঘড়িটির জন্য সে অসংখ্য প্রস্তাব পেয়েছে।
সুজুকির এই ঘড়িটি কাঠের তৈরি এবং এত কোনো বৈদ্যুতিক যন্ত্রাংশ নেই। এটি মোট ৪০৭টি যন্ত্রাংশ নিয়ে তৈরি এবং এর নকশা সুজুকির নিজের হাতে করা। এই ঘড়িটি তৈরি করতে তার মোট সময় লেগেছে দশ মাস।
২০১৫ সালের শেষ থেকে এই ব্যাপার নিয়ে তিনি টুইটারে নিয়মিত পোস্ট দেন, কিন্তু অনেকেই তখন ব্যাপারটি বুঝতে পারেনি। তবে ঘড়িটির প্রথম ছবি পোস্ট করার পরে এটি বেশ সাড়া ফেলে টুইটারে।
অধ্যাপক ইসাও উয়েহারাও এই কাজে বিস্মিত হয়েছেন। যিনি সুজুকির একজন শিক্ষক। অনেক বিনিয়োগকারী এই ঘড়িটির জন্য সুজুকির সাথে যোগাযোগ করেছে। ব্যবসায়ীরাও তার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।