হাঁটতে পারা মাছের সন্ধান
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
মানুষের মতো করে হাঁটতে পারে এমন মাছের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। এই মাছগুলো গোল্ডফিশের মতোই ছোট। আর এই মাছের সন্ধান পাওয়া গেছে থাইল্যান্ডে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউজার্সি ইনস্টিটিউট অব টেকনোলজির কিছু গবেষকরা এই মাছটির সন্ধান পান। বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্ট’ এ নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে।
গবেষকরা হাঁটতে পারা এই মাছটির বৈজ্ঞানিক নাম দিয়েছে ‘ক্রিপটোটোরা থামিকোলা’। এটি লম্বায় মাত্র এক ইঞ্চি এবং এর বৈশিষ্ঠ্য হলো অন্ধকারে মাছটি দৃষ্টিহীন ও বর্ণহীন। বিজ্ঞানীদের ধারণা মানুষের পেলভিসের (কোমরের হাড়) মতোই অঙ্গ থাকার কারণেই এ মাছ হাঁটতে পারে। থাইল্যান্ডের অনেক জলপ্রপাতের অন্ধকার অংশে এই মাছ পাওয়া যায়। সংবাদ : সিবিএস নিউজ।
গবেষণায় দেখা গেছে, এই মাছের বৈশিষ্ঠ্য অন্যান্য মাছের থেকে ভিন্ন। গবেষকদের ধারণা এটিই পৃথিবীর একমাত্র মাছ যা চারটি পাখনা পায়ের মতো ব্যবহার করতে পারে। এই মাছটি পানির স্রোতের বিপরীতেও পাথর বেয়ে হেঁটে উঠতে পারে।