মানুষের রোগ শনাক্ত করবে কুকুর!
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
কুকুরের আছে প্রখর ঘ্রাণশক্তি। আর এই ঘ্রাণশক্তি দিয়ে কুকুর খুঁজে বের করতে পারে অনেক কিছু। বিজ্ঞানীদের দাবি প্রশিক্ষন দিলে কুকুর মানুষের ডায়াবেটিস ও ক্যানসারের মতো রোগও চিহ্নিত করতে পারবে!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাত বছর বয়সী লুক নুটালের টাইপ ওয়ান ডায়াবেটিস হয়েছে। আর তা নির্ণয় করেছে তাদের পরিবারের পোষা কুকুর জেডি কিন্তু ডায়াবেটিস নির্ণয়ের যন্ত্র তা ধরতে পারেনি। এই ঘটনার পরে বিশেষজ্ঞরা জানান, কুকুরের নাক অনেক বেশি সংবেদনশীল। তাই কুকুর খুব সহজে মাদকদ্রব্য, অস্ত্রশস্ত্র, বোমা, অন্য প্রাণীর মলমূত্র ইত্যাদির গন্ধ চিনতে পারে।
একাধিক গবেষণা বলছে, কুকুর নানা রকমের ক্যানসার ও টিউমার শনাক্ত করতে পারে। এ ব্যাপারে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক বলেন, কুকুর ডায়াবেটিস রোগীর শরীরের জৈব রাসায়নিক বিভিন্ন উপাদান চিনতে পারে। তবে তার কোন উপাদানগুলো চিনতে পারে সে ব্যাপারেনিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। তবে কুকুর ঘ্রাণশক্তি দিয়ে মানুষের রক্তের চিনির মাত্রার তারতম্য বুঝতে পারে এবং রক্তের নমুনা শুঁকে এরা একাধিক ক্যানসারও চিহ্নিত করতে পারে।
তথ্যসূত্র : লাইভ সায়েন্স।