কৃত্রিম ত্বকে চুল গজাবে!
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
বিজ্ঞানীদের তৈরি করেছেন কৃত্রিম ত্বক। সেই ত্বকে আাবার চুলও গজিয়েছে। এমনকি ঘর্মগ্রন্থিও তৈরি হয়েছে তাতে। এর আগেও বিজ্ঞানীরা ত্বক তৈরি করেছিলেন। কিন্তু তা খুব বেশি কার্যকর হয়নি।
সম্প্রতি জাপানি বিজ্ঞানীরা ইঁদুরের দেহে কৃত্রিম ত্বক প্রতিস্থাপন করেন। যা ইঁদুরের সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং তাতে চুলও গজাতে শুরু করে। গবেষকদের দাবি, মানবদেহেও এই ত্বক ব্যবহার করা যাবে। তবে তার জন্য ৫ থেকে ১০ বছর সময় লাগবে বিজ্ঞানীদের। তারা আশা করেন, তাদের এই পদ্ধতি অনেক বেশি কার্যকর এবং এই পদ্ধতিতে আগুনে দগ্ধ ব্যক্তিদের কোষ থেকে ত্বক তৈরি করা হবে। পরবর্তীতে সেই ত্বক তাদের ক্ষতস্থানে প্রতিস্থাপন করাও সম্ভব হবে।
এই গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস।
গবেষণা প্রতিবেদনটির জ্যেষ্ঠ লেখক তাকাশাই সুজি বলেন, ‘আগে কৃত্রিম ত্বক তৈরির ক্ষেত্রে কয়েকটি বাধা ছিল। যার মধ্যে চুলের গ্রন্থি ও ঘামের গ্রন্থির ছিল অন্যতম। এই দুটি ত্বকের কর্মকাণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে নতুন পদ্ধতির মাধ্যমে আমরা যে ত্বক তৈরি করেছি, তা স্বাভাবিক টিস্যুর কাজকে হুবহু নকল করে থাকে।’