ওষুধ বাড়াবে মানুষের আয়ু!
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
ওষুধে বাড়বে মানুষের আয়ু এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক। এই গবেষকদের দাবি, নতুন এই ওষুধে মানুষের আয়ু প্রায় ১০ বছর বেড়ে যাবে। তবে এ ওষুধ মানুষের কাছে পৌঁছাতে আরও অনেক সময়ের প্রয়োজন হবে।
গবেষণায় দেখা যায়, মানুষের শরীরে জিএসকে-থ্রি নামের প্রোটিন অণু রয়েছে। যা মানুষের স্বাভাবিক জীবনকে সংক্ষিপ্ত করে দেয়। যদি এই অণুবে নিষ্ক্রিয় করা যায় তাহলে মানুষের জীবনকাল বাড়ানো সম্ভব। মানুষ ছাড়াও মাছির শরীরেও জিএসকে-থ্রি প্রোটিন থাকে। গবেষকরা মাছির উপর লিথিয়াম প্রয়োগ করে দেখেছেন যে, লিথিয়ামের মাধ্যমে ওই প্রোটিনের কাজ বন্ধ করা যায়। যা ১৬ শতাংশ পর্যন্ত প্রাণীটির আয়ুকে বাড়িয়ে দেয়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি লিথিয়াম বা এই জাতীয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম হয়। তাহলে মানুষের আয়ু বাড়ানোর জন্য সেগুলো মানুষের উপর প্রয়োগ করা হবে। সেল রিপোর্টস সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।