প্লাস্টিক ধ্বংস করবে ব্যাকটেরিয়া
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
জাপানের একদল বিজ্ঞানী প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন। সংবাদ : সিএনএন।
এই ব্যাকটেরিয়া পলিথিলিন টেরেফথ্যালেট (পিইটি) নামের প্লাস্টিককে দ্রবীভূত করতে পারে। পানির বোতলের মোড়ক এবং কসমেটিকসের মোড়ক বানাতে এই প্লাস্টিক ব্যবহার করা হয়।
এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী সায়েন্স। তাদের প্রতিবেদনে বলা হয়, এই ব্যাকটেরিয়ার নাম ইডিওনেলা স্যাকেনসিস। এরা দুই ধরনের অ্যানজাইম ব্যবহার করে পানির সঙ্গে প্লাস্টিকের বিক্রিয়া ঘটায়। যার ফলে প্লাস্টিক দ্রবীভূত হয়ে যায় এবং যা ওই ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে।
বর্তমান বিশ্বে ব্যবহৃত প্লাস্টিকের মাত্র ১৪ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য করা হয়। বিজ্ঞানীদের ধারণা এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে।
বিজ্ঞানীদের দাবি সমুদ্রে প্লাস্টিক স্তূপ ধ্বংস করতে এই ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।