ঘুমের জন্য হেডব্যান্ড
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
ঘুম নিয়ে মাথাব্যাথার শেষ নেই। ঘুম না হওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে যাদের ঘুম হয় না তাদের জন্য সুখবর নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের নিউরো-টেকনোলজি প্রতিষ্ঠান ‘রিদম’। তারা উদ্ভাবন করেছে বিশেষ ধরনের হেডব্যান্ড। যা সহজেই মানুষের চোখে ঘুম নিয়ে আসবে। এই হেডব্যান্ডটির নাম রাখা হয়েছে ‘ড্রিম’ এবং এটি ইইজি সেন্সর সমৃদ্ধ।
এটি মাথায় পরলে প্রথমে এটি আপনার ঘুমের প্যাটার্ন রেকর্ড করবে। তারপর তা নিয়ে গবেষণা করে বের করবে- কীভাবে শুলে আপনার দ্রুত ঘুম আসে, কখন আপনার ঘুম হালকা হয়ে যায় ইত্যাদি। এই সব কিছু স্মার্টফোনের অ্যাপে অ্যানালাইজ করার পর, হেডব্যান্ডটি আপনার ঘুমের প্যাটার্নের সঙ্গে মিলিয়ে আপনাকে স্টিমুলেট করবে।
ব্যান্ডটি পরার কিছুক্ষণের মধ্যেই আপনি স্বপ্নের দেশে চলে যাবেন এবং রাতভর এটি আপনাকে ঘুমের জন্য গাইড করবে। যাদের ঘুম হয় না বা ঘুম অনেক কম হয়, তাদের জন্য এটি একটি আশার খবর।